মুন্সিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৩ জুলাই ২০২১

মুন্সিগঞ্জ সদরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে ইয়াসিন (২) নামের এক শিশু মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে শহরের উত্তর ইসলামপুর এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন একই এলাকার আলী আকবরের বাড়ির ভাড়াটিয়া আক্তার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনে উঠানে খেলছিল শিশু ইয়াসিন। এরমাঝেই নিখোঁজ হয় সে। পরে সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পাশের ডোবাতে পড়ে যেতে পারে- এমন সন্দেহ হলে সেখানে তল্লাশি চালায় বাড়ির লোকজন। পরে দুপুর ২টার দিকে ডোবার মধ্যে ইয়াসিনের মরদেহ পাওয়া যায়।

jagonews24

এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।