টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২০ শিশু

লিপসন আহমেদ লিপসন আহমেদ , সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৩ জুলাই ২০২১

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের পাইগাঁও জামে মসজিদে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে স্থানীয় ২০ শিশু। এই কাজে উৎসাহ দিতে তাদেরকে বাইসাইকেল উপহার দিয়েছে গ্রামবাসী।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে পাইগাঁও গ্রামের যুব সমাজের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে ২০ শিশুর হাতে বাইসাইকেল তুলে দেন শায়েখ মাও.আব্দুস সোবাহান, জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন, স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুর, প্রবাসী আমজদ আলী, দিলোয়ার হোসেন প্রমুখ।

খোঁজ নিয়ে জানা যায়, যে শিশুরা গ্রামের মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদেরকেই বাইসাইকেল উপহার দেয়া হবে বলে ঘোষণা দেন গ্রামের তরুণরা। তরুণদের এমন উদ্যোগকে সাধুবাধ জানিয়ে গ্রামের যারা প্রবাসে বসবাস করেন তারাও এগিয়ে আসেন।

এ বিষয়ে জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন বলেন, ‘যুবকদের ওই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। তারা শিশুদেরকে ৪০দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই বাইসাইকেল উপহার দিচ্ছেন। তাদের এ উদ্যোগে গ্রামের যারা প্রবাসে থাকেন তারাও অর্থায়ন করছেন।’

লিপসন আহমেদ/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।