‘শান্তির বার্তা’ নিয়ে প্রতিপক্ষের বাড়িতে গেলেন কাদের মির্জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৪ জুলাই ২০২১

‘শান্তির বার্তা’ নিয়ে সাবেক সংসদ সদস্য প্রয়াত আবু নাসের চৌধুরীর বাড়িতে গিয়ে তার নাতিদের সঙ্গে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দেখা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (২৪ জুলাই) সকাল সোয় ৭টার দিকে বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেই বাড়িতে যান তিনি।

এ সময় নোয়াখালী জেলা পরিষদ সদস্য ও আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আক্রাম উদ্দিন চৌধুরী সবুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল ও চরহাজারীর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম হোসেন চৌধুরী রাফেলের ঘরে যান তিনি। এরা সবাই কাদের মির্জার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী বলে জানা গেছে।

jagonews24

এদিকে, শনিবার সকালে আবু নাসের চৌধুরীর বাড়িতে যাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করেন কাদের মির্জার অনুসারীরা। এতে তারা দাবি করেন, জেলা পরিষদ সদস্য আক্রাম উদ্দিন চৌধুরী সবুজের দাওয়াতে কাদের মির্জা তাদের বাড়িতে চা-চক্রে যোগ দিয়েছেন।

তবে আক্রাম উদ্দিন চৌধুরী সবুজ জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি আমি কিছুই জানি না। সকালে হঠাৎ লোকজন নিয়ে মেয়র কাদের মির্জা আমার ঘরে এসে হাজির। এ সময় মেয়র চিকিৎসার জন্য আমেরিকা যাবেন বলে অতীতের সব কিছু ভুলে এলাকায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।’

পরে তিনি (সবুজ চৌধুরী) নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসও দেন। এতে তিনি লিখেন, ‘আজ সকাল সাড়ে ৭টায় বসুরহাট পৌরসভার মেয়র আমেরিকা সফরের উদ্দেশে সাক্ষাৎ করতে আমাদের বাড়িতে আসেন, সবার কাছে দোয়া চেয়ে সৌজন্য সাক্ষাৎ করেন, কেউ ভুল বুঝবেন না।’

jagonews24

অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরীও মেয়রের সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনি হঠাৎ কাউকে না জানিয়ে বাড়িতে চলে এসেছেন। একজন মেয়র করও বাড়িতে আসলে তো আর বের করে দেয়া যায় না।’

এ বিষয়ে জানতে মেয়র কাদের মির্জার মোবাইলে বার বার কল দিলেও ব্যস্ত পাওয়া যায়। তবে অন্য ফোনে তার ব্যক্তিগত সহকারী পরিচয়ে একজন জানান, আক্রাম উদ্দিন চৌধুরী সবুজের দাওয়াতে মেয়র কাদের মির্জা সাবেক এমপি আবু নাসের চৌধুরীর বাড়িতে চা-চক্রে অংশগ্রহণ করেছেন।

এদিকে, কাদের মির্জার ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি (মূলত সহ-সভাপতি) ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল জাগো নিউজের কাছে দাবি করেন, সবুজ চৌধুরীসহ তার লোকজন মেয়রের সঙ্গে যোগ দিয়েছেন।

jagonews24

তবে মেয়রের ভাগনে ও উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু সেই দাবি প্রত্যাখ্যান করে বলেন, ‘সবুজ চৌধুরীরা মেয়রের সঙ্গে যোগ দেয়ার প্রশ্নই আসে না। আমরা সিদ্ধান্তই নিয়েছি তার সঙ্গে (কাদের মির্জা) আর কখনো উপজেলা আওয়ামী লীগ রাজনীতি করবে না। আবু নাসের চৌধুরী বাড়ির সবুজ চৌধুরীরা আমাদের বাইরে নয়।’

উল্লেখ্য, ১৫ জুলাই বিকেলে সাবেক সংসদ সদস্য আবু নাসেরের বাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে নারীসহ পাঁচজন আহত হন। এ ঘটনার জন্য কাদের মির্জা ও তার অনুসারীদের দায়ী করা হয়।

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।