গৃহবধূকে রশিতে বেঁধে নির্যাতন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৫ জুলাই ২০২১
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরে ‘যৌতুকের দাবিতে’ আনোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধূকে রশিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ জুলাই) ৬ নম্বর চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের উচা সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে স্বামী মো. সিদ্দিকুর রহমান (৩৫) ও ভাসুর মো. কামাল উদ্দিনসহ (৪৫) শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে চরজব্বর থানায় অভিযোগ করেছেন।

ভুক্তভোগীর বাবা বশির উল্যাহ জানান, ১২ বছর আগে একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সামছুল হকের ছেলে মো. ছিদ্দিকুর রহমানের সঙ্গে আমার বড় মেয়ের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

ভুক্তভোগী আনোয়ারা বেগম বলেন, ‘বিয়ের পর সব ঠিক থাকলেও গত কয়েকবছর ধরে ভাসুর মো. কামাল উদ্দিনের প্ররোচনায় আমার স্বামী দুই লাখ টাকা যৌতুকের দাবি করেন। এ কারণে আমাকে বসতঘরের দরজা বন্ধ করে রশি দিয়ে বেঁধে বেপরোয়া মারধরও করেন।’

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, অভিযোগ পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বাদী আনোয়ারা বেগম তার শাশুড়িকে নিজের ঘরে রাখতে না চাওয়ায় স্বামী সিদ্দিকের সঙ্গে কলহ বাঁধে। এ নিয়ে ওই নারীকে মারধর করা হলেও যৌতুকের বিষয়টি সত্য নয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।