বিদ্যুৎস্পৃষ্ট ভাগনেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মামারও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৫ জুলাই ২০২১
ফাইল ছবি

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) দুপুরে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা ভিটেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর এনএস কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র মকবুল হোসেন (২২) ও তার মামা আব্দুস সাত্তার (৬৭)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আইয়ুব আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রোববার দুপুরে মকবুল হোসেন একই এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে যায়। এ সময় বাড়ির উঠানে সে এবং তার মামা গল্প করছিল। তখন অসাবধানতাবশত সেখানে টানানো বৈদ্যুতিক তারে মকবুলের লাগলে সে বিদ্যুতায়িত হয়। এ সময় মকবুলের মামা আব্দুস সাত্তার তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

নিহতদের স্বজনরা জানান, বাড়ির রান্নাঘরের বিদ্যুতের তারে ফল্ট ছিল। সেই তারটি পাশের কাপড় শুকানো জিআই তারের সঙ্গে লেগে থাকায় এই দুর্ঘটনা ঘটে।

রেজাউল করিম রেজা/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।