করোনা : ফেনীতে প্রাণ গেল আরও ৭ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৬ জুলাই ২০২১
ফাইল ছবি

ফেনী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী।

সোমবার (২৬ জুলাই) হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হাসপাতালে করোনা ইউনিটে নতুন ২৫ জন রোগীসহ ১১৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে ১০ ও সিসিইউতে পাঁচজন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ২১ জন।’

হাসপাতাল তত্ত্বাবধায়ক বলেন, ‘গত ১ জুলাই থেকে এ পর্যন্ত হাসপাতালের আইসোলেশন ইউনিটে একজন পজিটিভসহ ৭০ জন মারা গেছেন। আর আইসিইউ-সিসিউতে এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন পজিটিভ ছিলেন।’

নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।