বিধিনিষেধেও ট্রাক-অটোভ্যান সংঘর্ষ, প্রাণ গেল নারীর
ফাইল ছবি
সিরাজগঞ্জের বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কে বালুভর্তি ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের (অটোভ্যান) মুখোমুখি সংঘর্ষে শাহানা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও চারজন।
সোমবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজাপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহানা বেগম বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতি মুচিপাড়া গ্রামের মোকবেল হোসেনের স্ত্রী।
সিনিয়র পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মোহাম্মদ সিদ্দিক আহমদ জানান, বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের রাজাপুর এলাকায় একটি অটোভ্যান তিনজন যাত্রী নিয়ে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানে থাকা এক নারী যাত্রী নিহত হন এবং আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এমকেএইচ