সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৬ জুলাই ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় মো. আমজাদ হোসেন মাসুদ (৩৩) নামের আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পিবিআই পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান।

গ্রেফতার মো. আমজাদ হোসেন মাসুদ কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অন্তু মিয়াজির বাড়ির মো. মফিজ উল্যাহর ছেলে।

তিনি বলেন, ‘শনিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের চরকালী মোল্লার দোকান এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার মাসুদকে কোম্পানীগঞ্জ থানায় গত ২৩ ফেব্রুয়ারি দায়ের করা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়া হয়। নোয়াখালী ২ নম্বর আমলী আদালতের বিচারক মো. এমদাদ তাকে কারাগারে প্রেরণ করেন।’

মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘এ মামলায় এর আগে আরও ১৮ জনকে গ্রেফতার করা হয়।’

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে গত ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে চাপরাশিরহাট পূর্ব বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে পরদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।

পরে ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত মুজাক্কিরের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নুরুল হুদা মো. নোয়াব আলী। মামলাটি অধিকতর তদন্তের জন্য সেদিন নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে হস্তান্তর করা হয়।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।