চুয়াডাঙ্গায় করোনা-উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:২০ এএম, ২৭ জুলাই ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩২০ টি নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মোট ১৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলায় ১৫৪ জন এবং জেলার বাইরে ১৭ জন। এদিকে নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪৪ জন, আলমডাঙ্গায় ২৩ জন, দামুড়হুদায় ১১ জন ও জীবননগর উপজেলায় সাতজন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন এক হাজার ৯৭২ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছে এক হাজার ৮৬৫ জন এবং হাসপাতালে আছেন ১০৭ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৮৫৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন তিন হাজার ৭১২ জন।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।