মেয়রের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১১:১৫ এএম, ২৭ জুলাই ২০২১

ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান ও পৌরসচিব রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ জুলাই) রাতে পৌরসভা থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম ও তার স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম সেলিম ও রেখা বেগমের ভাই মো. কামাল হোসেন।

jagonews24

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ কবির খান বলেন, ‘আমার ও সচিবের স্বাক্ষর জাল করে মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজের নামে চার লক্ষ টাকা উত্তোলনের সময় সোনালী ব্যাংকের ম্যানেজারের সন্দেহ হলে আমাকে খবর দেন। এরপর তাদের হাতেনাতে ধরে পুলিশকে খবর দিলে তাদের আটক করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

আতিকুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।