সিরাজগঞ্জে করোনায় ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৭ জুলাই ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১৭৪ জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এ তথ্য জানান।

তিনি জানান, মৃতদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে একজন ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল তিনজন রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ১৭৪ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাত হাজার ৭১৯ জনে। শনাক্তের হার ৩৪ দশমিক ৫২ ভাগ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৫ হাজার ১১২ জন।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।