কুমিল্লায় একদিনে সর্বোচ্চ ৮৫৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৮
কুমিল্লায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এটিই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২০৬৫টি নমুনা পরীক্ষায় ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৪১ দশমিক ৩ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ৫১৮ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ২২৭ জন, আদর্শ সদরের ২৬ জন, সদর দক্ষিণের ২১ জন, বুড়িচংয়ের ৪৫ জন, ব্রাহ্মণপাড়ার ২৭ জন, চান্দিনার ৪৪ জন, চৌদ্দগ্রামের ৪৮ জন, দেবীদ্বারের ৫৬ জন, দাউদকান্দির ৫৫ জন, লাকসামের ২৫ জন, লালমাইর ২৪ জন, নাঙ্গলকোটের ৫২ জন, বরুড়ার ৭৫ জন, মনোহরগঞ্জের ৪৪ জন, মুরাদনগরের ৫৬ জন, মেঘনার ১০ জন, তিতাসের দুজন এবং হোমনা উপজেলার ১৬ জন রয়েছেন।
ডা. মীর মোবারক হোসাইন আরও বলেন, ‘২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বুড়িচংয় ও দাউদকান্দিতে দুজন করে এবং ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, দেবীদ্বার ও বরুড়া উপজেলায় একজন করে মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮০ জনে।’
জাহিদ পাটোয়ারী/এসজে/এমকেএইচ