সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২৭ জুলাই ২০২১
ফাইল ছবি

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য, সাবেক সচিব ও কলামিস্ট আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন।

কয়েক দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় ২৫ জুলাই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।

আবুল মাল আবদুল মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শে ঢাকার বনানীর নিজ বাসায় রয়েছেন। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি ভালো।

আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ঢাকা ডেল্টা হসপিটালের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি পরিবারের পক্ষ থেকে বড় ভাই আবুল মাল আবদুল মুহিতের আশু রোগ মুক্তি কামনা করে সিলেটবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

ছামির মাহমুদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।