টাঙ্গাইলে সালিশ-বৈঠকে চেয়ারম্যানের ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২৭ জুলাই ২০২১

সালিশ-বৈঠকে ইউপি চেয়ারম্যানের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার লাবলু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে ইউনিয়নের চিলাবাড়ি পশ্চিম লাউজানা গ্রামে। এ ঘটনায় জড়িত মো. আবুল কালাম ও তার ছেলে হুয়ায়রাকে আটক করেছে পুলিশ।

বিষয়টি চেয়ারম্যান লাবলু মিয়া নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি এলাকার পশ্চিম লাউজানা গ্রামের মো. আবুল কালামের শ্যালকের পারিবারিক কলহের সালিশি বৈঠক চলছিল। বৈঠক চলাকালে তর্কাতর্কির শুরু হয়। এক পর্যায়ে মো. আবুল কালাম ও তার ছেলে আবু হুয়ায়রা চেয়ারম্যানের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় স্থানীয়রা তাদের দুজনকে আটক করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণসহ হামলায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরিফ উর রহমান টগর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।