সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৭ জুলাই ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানিতে গোসলে নেমে রাইয়ান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বড়পাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাইয়ান ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন বলেন, ঈদে গ্রামের বাড়ি বড়পাঙ্গাসীতে বেড়াতে আসেন ঢাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম। মঙ্গলবার দুপুরে তার এসএসসি পরীক্ষার্থী ছেলে রাইয়ান বন্ধুদের সঙ্গে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে গোসলে নেমে পানিতে ডুবে যায়।

রাইয়ানের বন্ধুরা তাকে অনেক খোঁজাখুঁজি করে। পরে স্বজনরা খবর পেয়ে তাকে গভীর পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়ার ৩০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাইয়ানকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, কিশোর রাইয়ান সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। রাইয়ানের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।