মির্জাপুরে প্রায় ৫০০ ফুট এলাকায় লিকেজ থেকে বের হচ্ছে গ্যাস, আতঙ্ক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২৭ জুলাই ২০২১

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের প্রায় ৫০০ ফুট এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে। এতে ঝুঁকি নিয়ে মহাসড়কে যানবাহন ও মানুষ চলাচল করছে। নির্মাণাধীন ফ্লাইওভার কাজে নিয়োজিত শ্রমিকরাও ঝুকি নিয়ে কাজ করছেন বলে জানা গেছে।

গ্যাসের ডিস্ট্রিবিউশন লাইন থেকে দীর্ঘদিন ধরে মহাসড়ক ভেদ করে গ্যাস বের হলেও তিতাস কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে ঢাকা থেকে মির্জাপুরের ওপর দিয়ে গ্যাসের ডিস্ট্রিবিউশন লাইনটি উত্তরবঙ্গে নেয়া হয়েছে। মহাসড়কটি ব্যস্ততম হওয়ায় গত পাঁচ বছর আগে ফোর লেনে উন্নীতকরণ কাজ শুরু হয়। মহাসড়কের গোড়াই এলাকায় ফ্লাইওভার নির্মাণের কাজও চলমান রয়েছে। তবে গ্যাসের ডিস্ট্রিবিউশন লাইন থেকে মহাসড়ক ভেদ করে প্রায় ৫০০ ফুট এলাকায় বুদ বুদ আকারে গ্যাস বের হচ্ছে।

মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় ছোটবড় মিলে প্রায় অর্ধশত কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ৫০হাজার শ্রমিক রয়েছেন। শ্রমিকদের ঘিরে মহাসড়ক সংলগ্ন গোড়াই এলাকায় একটি কাঁচাবাজারও স্থাপন করা হয়েছে। শিল্প এলাকা হওয়ায় বাজারটি ২৪ ঘণ্টা খোলা থাকে। ডিস্ট্রিবিউশন লাইন থেকে মহাসড়ক ভেদ হয়ে বের হওয়া গ্যাস একদিকে যেমন মানবদেহের ক্ষতি করছে, অন্যদিকে বিপুল পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে। বের হওয়া গ্যাসে যেকোনো মুহূর্তে আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কয়েকজন শ্রমিক জানান, মহাসড়কের পাশ দিয়ে চলাচলের সময় গ্যাসের গন্ধে নাক চেপে যেতে হয়। যে কোনো সময় আগুন লাগতে পারে। এজন্য তাদের মধ্যে আতঙ্ক কাজ করে।

ইয়ুথ স্পিনিং মিলস লিমিটেডের নিরাপত্তাকর্মী মো. কবির হোসেন জানান, তাদের কারখানার সামনে কয়েক বছর ধরেই গ্যাস বের হচ্ছে। প্রথমদিকে ভয় কাজ করলেও এখন করে না।

jagonews24

গোড়াই বাজারের ব্যবসায়ী রহমান মিয়া, সুমন ও জুয়েল বলেন, গোড়াই বাজারের ব্যবসায়ীরা ঝুঁকির মধ্যে রয়েছে। পাইপ থেকে বের হওয়া গ্যাস একদিন বিপদ ডেকে আনবে বলে তারা মন্তব্য করেন।

ফ্লাইওভার নির্মাণকাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভেকুচালক জানান, ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে হয়। এতে ভয় কাজ করে। বৃষ্টির পানি জমলে গ্যাস বের হয়ে পানিতে বুদ বুদ শুরু হয়।

গোড়াই ইউনিয়ন (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি ও সিবিএ নেতা মো. আশরাফ খান জানান, মহাসড়কে গ্যাস বের হওয়ার বিষয়টি তিতাস গ্যাস টাঙ্গাইল অফিসের ম্যানেজারকে একাধিকবার অবহিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে লাইনটি সংস্কার করা না হলে গ্যাসলাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগ গাজীপুর অফিসের অপারেশন ম্যানেজার রেজাউনুজ্জামান জানান, সমস্যা সমাধানে নতুন পাইপলাইনের কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করা হবে।

এস এম এরশাদ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।