উত্তাল ঢেউয়ে ভাঙনের কবলে কুয়াকাটা সমুদ্র সৈকত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৮ জুলাই ২০২১

বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় সাগরকন্যা কুয়াকাটা সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। গত দুই-তিন দিনের বৃষ্টি ও উত্তাল ঢেউয়ের তোপে সমুদ্র সৈকতের অস্থায়ী সৈকত রক্ষা প্রকল্পের জিও ব্যাগ (বালুভর্তি) বিলীনসহ ক্রমেই সৈকতের আয়তন কমে আসছে ভাঙনের কারণে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা না নিয়ে অস্থায়ী সৈকত রক্ষা বাঁধ নির্মাণ করা, এতে নিম্নমানের উপকরণ ব্যবহার ও যথাযথ তদারকি না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুম এলেই সৈকতের বালু ক্ষয়ে যায়। এতে কুয়াকাটা সমুদ্র সৈকত দিন দিন শ্রীহীন হয়ে পড়েছে।

Sea-(4).jpg

পর্যটন ব্যবসায়ী তৈয়বুর রহমান বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই কুয়াকাটা সৈকতের মূল পয়েন্ট থেকে পূর্বদিকে এক হাজার মিটার ও পশ্চিমে ৫০০ মিটারে জিও ব্যাগ ফেলে সৈকত রক্ষার ব্যবস্থা করা হয়। কিন্তু প্রতি বছর বর্ষার শুরুতে এমন অস্থায়ী কাজে সৈকত কোনোভাবে রক্ষা হচ্ছে না।

শুঁটকি ব্যবসায়ী রমজান জানান, জিও ব্যাগ দিয়ে কাজ করায় কুয়াকাটায় প্রথম ঝাপটায়ই অর্ধেক ব্যাগ থেকে বালু বের হয়ে গেছে। এছাড়া মাটি থেকে পানির স্তর বেশি এবং ব্যাগের উচ্চতা কম হওয়ায় কোনোভাবেই পানি আটকানো যাচ্ছে না। অবস্থা এমন যে স্বাভাবিক ঢেউয়ের ঝাপটাটেই কুয়াকাটা সৈকতের বালু ক্ষয় হয়ে যাচ্ছে।

Sea-(4).jpg

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল নিয়ে আজ দুপুরে সৈকত পরিদর্শনে এসে বলেন, বর্ষা মৌসুমের আগে পানি উন্নয়ন বোর্ড যে টিউবগুলো দিয়েছে তাতে কিছুটা হলেও সৈকতে বালু ক্ষয় রোধ হয়েছে। তবে তারা যদি তার কাছাকাছি আরও একটি টিউব দিয়ে দেয় তাহলে সৈকতকে রক্ষা করা সম্ভব হবে।

তবে কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জাগো নিউজকে বলেন, কুয়াকাটা পৌরসভায় সৈকত রক্ষায় কোনো বাজেট নেই। সৈকত রক্ষায় এই টিউব দিয়ে হয়তো সাময়িক রক্ষা হবে কিন্তু টেকসই বাঁধ নির্মাণ করা অতীব জরুরি। এই সৈকতে সরকারের গ্রোইন বাঁধ করা উচিত।

Sea-(4).jpg

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী জানান, কুয়াকাটা সৈকত রক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করেছে। তবে পূর্ব পার্শ্বে জরুরিভাবে সৈকত রক্ষায় কিছু জিও ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী প্রকল্প পাঠিয়েছি। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।