পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে দুই কলেজছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৯ জুলাই ২০২১

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর প্রবল স্রোতে ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম সম্রাট (১৮) নামের দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে তারা নিখোঁজ হন।

নিখোঁজ ইউসুফ আলী ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাবুল কবিরাজের ছেলে এবং মরিচা (পিএম) ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সামিরুল ইসলাম সম্রাটও একই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের কুমির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউসুফ আলী ও সামিরুল ইসলাম সম্রাটসহ বেশ কয়েকজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলছিলেন। খেলার এক পর্যায়ে ফুটবল পদ্মা নদীতে পড়ে গেলে সামিরুল ও সম্রাট নদীতে নেমে বল তুলতে যান। এসময় প্রবল স্রোতে তারা তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভেড়ামারা ফয়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রদের উদ্ধারে পদ্মা নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ জানান, পদ্মা নদীতে ইউসুফ ও সামিরুল নামে দুজন কলেজছাত্র নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আল-মামুন সাগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।