নোয়াখালীতে করোনায় আরও ৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৯ জুলাই ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৮ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৩১ জন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এতথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, কোভিড হাসপাতালে পাঁচজন, হাতিয়া উপজেলা হাসপাতালে একজন ও জেলার বেসরকারি একটি হাসপাতালে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত কোভিড ডেডিকেটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নিরুপম দাশ বলেন, বর্তমানে যেসব রোগী হাসপাতালে আসছেন, তাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। শতকরা ৯০ ভাগের বেশি রোগীকে সার্বক্ষণিক অক্সিজেন সুবিধা দিতে হচ্ছে। বর্তমানে হাসপাতালটিতে ১০০ জন করোনা রোগী চিকিৎসাধীন বলে জানান তিনি।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।