আংশিক সচল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল হাসপাতালের আইসিইউ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:২২ এএম, ৩০ জুলাই ২০২১

আংশিক সচল হয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।

শুক্রবার (৩০ জুলাই) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুর থেকে আইসিইউর চারটি বেড চালু করা হয়। তবে এখনও অকেজো রয়েছে ছয়টি বেড।’

jagonews24

ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, ‘দুপুর থেকে হাসপাতালের আইসিইউ আংশিকভাবে চালু করা হয়েছে। চারটি বেডে রোগী ভর্তি হতে পারবে। দুপুর আড়াইটা পর্যন্ত কোন রোগী ভর্তি হয়নি। বাকি ছয়টা বেড চালু করতেও চেষ্টা অব্যাহত রয়েছে। ঢাকা থেকে টেকনোলজিস্ট এসে কাজ করার পর চালু করা যাবে।’

হাসপাতালের সহকারী পরিচালক বলেন, ‘হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সবগুলো এক সঙ্গে ব্যবহার করতে চাচ্ছি না। দুর্ঘটনা এড়াতে ৬-৮ ঘণ্টা পরপর হাইফ্লো ন্যাজাল ক্যানোলা ব্যবহার করতে চাচ্ছি। এছাড়াও আমরা এখন বাইপ্যাপের ব্যবহার শিখিনি। ব্যবহার শিখলে বাইপ্যাপগুলো চালু করা যাবে।’

এর আগে গত শনিবার (২৪ জুলাই) ঢাকা থেকে ন্যাশনাল ইলেক্ট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপের তিন সদস্যের একটি দল হাসপাতালের আইসিইউর অক্সিজেন লাইন মেরামতের কাজ শুরু করেন।

jagonews24

উল্লেখ্য, গত ১৫ জুলাই (বৃহস্পতিবার) টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আইসিইউ অকেজো হয়ে যায়। ওই দিনই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে জানায়, আইসিইউতে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিনের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং নির্দেশনা অনুযায়ী মেশিন ব্যবহার না করার কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এছাড়াও প্রতিবেদনে আটটি সুপারিশ করা হয়।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।