জয়পুরহাটে স্ত্রীকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা চেষ্টা
জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে পৌর সদরের আলেকের মোড় সাজিপাড়া গ্রামে ঘটেছে বলে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ওই গ্রামের আমজাদ শাহের ছেলে সবজি বিক্রেতা আলী আকবর (৪৪) নিজ ঘরে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মালেকাকে (৩৮) ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর নিজে বিষ পান করে।
প্রতিবেশীরা জানালা দিয়ে বিষয়টি দেখতে পেয়ে দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে স্ত্রীর গলাকাটা মরদেহ ও স্বামী আলী আকবরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
নিহত আয়েশা সিদ্দিকা এক পুত্র এবং দুই কন্যা সন্তানের জননী। ছেলে-মেয়েদের অনুপস্থিতিতে ঘটেছে বলেও জানায় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ও রক্তাক্ত বড় ছুরি উদ্ধার করেছে পুলিশ।
আলী আকবরের বড় ভাই আব্দুর রহমান বলেন, ‘আমরা আলাদা বাড়িতে বসবাস করি। আমরা সবাই জানি তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি তার বাড়িতে ছেলে-মেয়ে কেউ নেই এবং সে তার স্ত্রীকে গলাকেটে হত্যার পর নিজে বিষ পান করেছে।
আক্কেলপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমানর বলেন, সবজি বিক্রেতা আমিনুর বেশ কিছুদিন আগেও নিজ বাড়িতে তার স্ত্রী ও সন্তানদের কুপিয়ে জখম করেছিলেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গলাকাটা অবস্থায় নিজ শয়ন কক্ষ থেকে মালেকার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে আলী আকবরকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবদুস সালাম বলেন, আলী আকবরের নিজের কিছু জমিজমা ছিল। সেগুলো তিনি স্ত্রী-সন্তানদের নামে লিখে দিয়েছিলেন। জমিজমার ভাগে কমবেশি হওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।
রাশেদুজ্জামান/এমএসএম/এমআরএম/এএসএম