সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় যুবক গ্রেফতার
কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় পারভেজ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে শহরের শোলাকিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পারভেজ জেলার ইটনা উপজেলার রায়টুটী গ্রামের মৃত শাহজাহান চৌধুরীর ছেলে। তিনি শহরের শোলাকিয়ার বনানী মোড়ে একটি বাড়িতে ভাড়া থাকেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক এতথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার পারভেজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ম্যুরাল ভাঙচুরের কথা স্বীকার করেছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। তিনি জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে শহরের আখড়া বাজার ব্রিজের পাশে নরসুন্দা নদী সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অবস্থিত সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালের উদ্বোধনী ফলক ভাঙচুরসহ ম্যুরালটি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালানো হয়।
এ ঘটনায় রাতেই কিশোরগঞ্জ মডেল থানায় মামলা বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম।
নূর মোহাম্মদ/এসআর/জেআইএম