হবিগঞ্জ থেকে ছেড়েছে গণপরিবহন
করোনাভাইরাস সংক্রমণের কারণে দফায় দফায় বন্ধ থাকার পর অবশেষে চলছে গণপরিবহন।
রোববার (১ আগস্ট ২০২১) ভোর থেকে হবিগঞ্জে বিভিন্ন স্থান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রী নিয়ে যানবাহন ছেড়ে যায়।
জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন, সব স্থানে যোগাযোগ করে বলা হয়েছে সকাল থেকে পরিবহন চলাচল করতে। কেন্দ্রীয় ঘোষণা পাওয়ার পরই সবাইকে বলে দেয়া হয়েছে।
উল্লেখ্য, করোনার ডেল্টা ভাইরাস ঠেকাতে সরকার ঈদুল আযহার আগে ও পরে দুই দফায় কঠোর লকডাউন ঘোষণা করে। সরকারি নির্দেশনা মেনে হবিগঞ্জে সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়।
এবার গণপরিবহন চালানোর নির্দেশনা পাওয়ার পর রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টার জন্য ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী বাস চলাচল শুরু করা হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমকেএইচ