ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০:৫০ এএম, ০১ আগস্ট ২০২১
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৭০ জনে দাঁড়াল। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০৭ জন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জন শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতরা সদর ও রাণীশংকলৈ উপজেলার বাসিন্দা ছিলেন। তাদের বয়স ৪৫-৮৫ বছরের মধ্যে।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত ছয় হাজার ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৫০ এবং মারা গেছেন ১৭০ জন।

তানভীর হাসান তানু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।