ফেনীতে যাত্রীদের উপচেপড়া ভিড়, গাড়ি না পেয়ে ভোগান্তি
ফেনীর বিভ্ন্নি সড়ক ও মহাসড়কে ঢাকা-চট্টগ্রামগামী যাত্রীদের উপছেপড়া ভিড় দেখা গেছে। গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত ভাড়ায়ও মিলছে না পরিবহন। এমন পরিস্থিতিতে বিশেষ করে বিভ্ন্নি কলকারখানার শ্রমিকদের বিড়ম্বনায় পড়তে দেখা গেছে। তবে পরিবহন মালিকরা বলছেন, সময় কম হওয়ায় তারা সবগুলো গাড়ি রাস্তায় নামাতে পারেননি।
জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা যায়, রোববার (১ আগস্ট) ভোর থেকেই বাড়তে থাকে যাত্রীদের চাপ। এ অবস্থায় লোকাল কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়ায় উঠতে বাধ্য হন তারা। তবে স্টারলাইনসহ নামীদামি পরিবহনের মালিকরা স্বাস্থ্যবিধি মেনে সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রী নিচ্ছেন।

মহিপাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীসেবা পরিবহনের যাত্রী পোশাক শিল্পের কর্মচারী মহি উদ্দিন বলেন, ‘সকাল ৭টা থেকে মহিপালে এসে দাঁড়িয়ে ছিলাম। কোনো বাসেই সিট না থাকায় উঠতে পারিনি। বাধ্য হয়ে ২৫০ টাকার ভাড়া ৪০০ টাকা দিয়ে যেতে হচ্ছে।’
চট্টগ্রামগামী যাত্রী আবুল কালাম বলেন, ‘সকাল থেকে স্টারলাইন বাসের কাউন্টারে ৩টা সিট চেয়ে বসে থাকি। কিন্তু কোনো ব্যবস্থা না থাকায় অবশেষে লোকাল পরিবহনে বাড়তি ভাড়ায় উঠতে হচ্ছে।’

ফেনী জেলা বাস মালিক সমিতির সভাপতি ও স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, ‘শনিবার রাতে ঘোষণা আসার পর চালক, হেলপার ও সংশ্লিষ্টদের খবর দিয়েছি। সময় কম হওয়ায় অনেক চালক-হেলপার আসতে পারেননি। তাই অনেক গাড়ি বের করা সম্ভব হয়নি।’
তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা মেনে অল্পকিছু বাস ঢাকা ও চট্টগ্রামে ছেড়ে গেছে। যাত্রীদের অতিরিক্ত চাপ ও সিট পাওয়ার অনুরোধে আমরা বিব্রত।’
নুর উল্লাহ কায়সার/ইএ/জিকেএস