ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১২:২৬ পিএম, ০১ আগস্ট ২০২১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর অংশে থেমে থেমে চলছে যানবাহন। উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় দীর্ঘ তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (১ আগস্ট) ভোর থেকে সড়কে বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনের চাপ বেড়ে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সড়কে থাকা পুলিশ, যাত্রী ও চালকরা জানান, সীমিত পরিসরে যানবাহন চলাচলের ঘোষণায় রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে মানুষ। শনিবার রাত থেকে বাস, ট্রাক, পিকআপ, লেগুনা, সিএনজি, ব্যাটারি চালিত রিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেলে মানুষ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এতে তাদের কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যেতে হয়।

রোববার সকাল থেকে মহাসড়কে যানবাহ চলাচল বৃদ্ধি পায়। বেলা এগারোটার দিকে মহাসড়কের গোড়াই এলাকায় সড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ওই এলাকায় এক লেনে যান চলাচল করায় থেমে থেমে চলছে বিভিন্ন ধরণের গাড়ি। তীব্র গরম ও বৃষ্টিতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

jagonews24

পুরাতন ইপিজেডে কর্মরত শ্রমিক চায়না বেগম জামালপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ২৫০ টাকা ভাড়া দিয়ে এসেছেন। এখান থেকে চন্দ্রার ভাড়া ৭০ টাকা অথচ চালকরা চারগুণ বেশি ভাড়া চাচ্ছেন।

গোড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. আদম আলী বলেন, ‘শনিবার সন্ধ্যার পর থেকে সড়কে যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। গোড়াই এলাকায় ফ্লাইওভার নির্মাণকাজ চলায় যানবাহন সড়কের একপাশ দিয়ে চলাচল করছে। এ কারণে ওই এলাকায় থেমে থেমে যানবাহন চলছে।’

এস এম এরশাদ/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।