মির্জাপুরে নমুনা পরীক্ষার ফল পেতে বিলম্ব, সংক্রমণ বাড়ার শঙ্কা
টাঙ্গাইলের মির্জাপুরে করোনার নমুনা পরীক্ষার ফল পেতে বিলম্ব হচ্ছে। ফলে নমুনা দেয়া অনেকেই অবাধে বিভিন্ন স্থানে চলাফেরা করছেন। এতে উপজেলায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে সচেতন মহল।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনা পরীক্ষার জন্য মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জুলাই ১১৫ জন, ২৯ জুলাই ১১ ও ৩১ জুলাই ২৬ জন নমুনা দেন। কিন্তু রোববার (১ আগস্ট) পর্যন্ত তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এছাড়া রোববারও ১২৪ জন নমুনা দিয়েছেন বলে জানা গেছে।
মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি নিরঞ্জন পাল ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন বলেন, ‘নমুনা দেয়া ব্যক্তিদের অনেকেই অবাধে চলাফেরা করছে। এতে করোনা ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।’
কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেষ ভৌমিক জানান, ২৮ জুলাই ৮১ জনের নমুনা মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গত চারদিনেও রিপোর্ট আসেনি। রিপোর্ট না আসায় ডাক্তাররা করোনা সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান বলেন, ‘টাঙ্গাইলে আগে প্রতিদিন ৩ থেকে ৪০০ নমুনা সংগ্রহ হতো। বর্তমানে বিভিন্ন উপজেলা থেকে জেলায় প্রায় ৯০০ জনের নমুনা আসছে। কিন্তু জনবল যা ছিল তাই রয়েছে। বিলম্বের এটি একটি কারণ হতে পারে বলে। এছাড়া সফটওয়্যারের সমস্যার কারণেও অনেক সময় রিপোর্ট পেতে বিলম্ব হয়।
এস এম এরশাদ/এসজে/এমএস