চাঁদপুরে করোনা-উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১০ হাজার ছাড়াল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:২৯ এএম, ০২ আগস্ট ২০২১
ফাইল ছবি

চাঁদপুরে করোনাভাইরাস ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। বাকি চারজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে।

একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৬৭ জন। ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২১৮ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৮৭৭ জন। আর চিকিৎসাধীন তিন হাজার ১৭০ জন।

রোববার (১ আগস্ট) জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮৯৯টি নমুনা পরীক্ষার বিপরীতে ৩৬৭ জনের রিপোর্ট পজেটিভ আসে। শনাক্তের হার ৪০ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ১৫৬ জন, হাজীগঞ্জের ৩০ জন, ফরিদগঞ্জের ৪৮ জন, মতলব দক্ষিণের ৪৪ জন, কচুয়ার ২৩ জন, শাহরাস্তিতে ৫৬ জন, মতলব উত্তরে ১২ জন।

নজরুল ইসলাম আতিক/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।