দিনাজপুরে করোনা-উপসর্গে মারা গেলেন আরও ৫ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০২ আগস্ট ২০২১
ফাইল ছবি

দিনাজপুরে করোনা ও উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সকালে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জেলায় সক্রিয় রোগী রয়েছেন এক হাজার ১০৬ জন। এর মধ্যে ১০৩ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ১০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।’

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭১৩ জন, সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৬৭ জন ও মারা গেছেন ২৪১ জন।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।