নামাজ শেষে হাঁটছিলেন রাস্তায়, বেপরোয়া ট্রাক কেড়ে নিল প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০২ আগস্ট ২০২১
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটাহাঁটির সময় ট্রাকচাপায় বাচ্চু মোল্লা (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২ আগস্ট) সকালে দাশুড়িয়া ইউনিয়নের রেলওয়ে লেবেল ক্রসিং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পান্নাথপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পাবনার কারিগরপাড়া এলাকায় শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন বাচ্চু মোল্লা। ভোরে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় নাটোর থেকে কুষ্টিয়া অভিমুখে তামাকবোঝাই দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকচালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, হেলপারকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাচ্চু মোল্লার মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিন ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।