ভাবির ছোড়া গরম পানিতে ঝলসে গেল যুবকের শরীর
চাঁদপুরের কচুয়ায় ভাবির ছুড়ে মারা গরম পানিতে ঝলসে গেছে শাহাদাত হোসেন (৩৩) নামের এক যুবকের শরীর। সোমবার (২ আগস্ট) দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নের আয়মা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত শাহাদাত হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত নারীর নাম শামীমা বেগম (৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, শামীমা বেগম শাহাদাত হোসেনের বড় ভাই আনোয়ার হোসেনের স্ত্রী। আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়া প্রবাসী। দুই সন্তানের জননী শামীমা বেগম স্বামীর অবর্তমানে এলাকার বখাটে ছেলেদের নিয়ে রাতদিন নিজ গৃহে আড্ডা দেন। শাহাদাত বিষয়টি নিষেধ করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে মনোমালিন্য তৈরি হয়। তিনি শাহাদাতকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেন। নারী নির্যাতনের মামলা করারও ভয় দেখান।
সোমবার দুপুরে আয়মা গ্রামের বাড়ির এক ব্যক্তির জানাজা শেষে শাহাদাত হোসেন শামীমা বেগমের ঘরের পাশ দিয়ে নিজ ঘরে যাওয়ার সময় তিনি শাহাদাতের শরীরে গরম পানি ছুড়ে মারেন। এতে শাহাদাতের পিঠ ও বাম হাত ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নজরুল ইসলাম আতিক/এসআর/এএসএম