মায়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মেয়েও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:০২ পিএম, ০২ আগস্ট ২০২১
ফাইল ছবি

টাঙ্গাইলে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) বিকেলে সখীপুর পৌরসভার চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মা ও মেয়ের বাড়ি পাশাপাশি। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত মা রওশনা আক্তার (৫৫) চিকিৎসার জন্য সোমবার ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে যান। বিকেলের দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। মোবাইলে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ে আকলিমা আক্তার (৩২) সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় তার চাচাতো ভাই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন।

আকলিমা আক্তার ওই এলাকার মজিবর রহমানের স্ত্রী এবং তিন ছেলের মা ছিলেন।

আকলিমার চাচাতো ভাই আওয়াল তালুকদার বলেন, চাচি মারা যাওয়ার সংবাদ শুনেই আকলিমা স্ট্রোক করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আকলিমাও কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। দুইজনকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক (আরএমও) নাজমুল হাসান মাসুদ এতথ্য নিশ্চিত করেন।

আরিফ উর রহমান টগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।