৩ লাখ টাকা মূল্যের হেরোইনসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৩ আগস্ট ২০২১

টাঙ্গাইলের ঘাটাইল থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চান্দশী (পশ্চিমপাড়া) গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার চান্দশী গ্রামের ফজর আলীর ছেলে নজরুল ইসলাম (৩০), আজহার আলীর ছেলে হারুন (৩৮), উপজেলার পুরুলি মাইজবাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে সজিব (২২) এবং টাঙ্গাইল সদর উপজেলার বেড়াবুচনা (সবুজবাগ) গ্রামের নেওয়াজ আলীর ছেলে ফরিদ হোসেন (৪০)।

jagonews24

র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, তাদের কাছে প্রায় ২৯ গ্রাম হেরোইন (যার মূল্য আনুমানিক দুই লাখ ৯০ হাজার টাকা) এবং নগদ ৭০ হাজার টাকা পাওয়া গেছে। দীর্ঘদিন ধরেই তারা হেরোইন সংগ্রহ করে ঘাটাইলসহ অন্যান্য এলাকায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করতেন। বিভিন্ন মাদকসেবীদের কাছে চাহিদা অনুযায়ী এসব হেরোইন সরবরাহ করা হতো। তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।