করোনায় শিক্ষক নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৩ আগস্ট ২০২১

কুমিল্লার দেবীদ্বারে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাহমিনা পারভিন আঁখি করোনায় মারা গেছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) ভোর ৫টা ২০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তাহমিনা পারভিন আঁখি দেবীদ্বার উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

তার স্বামী দেবীদ্বার উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু বলেন, গত ১৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আঁখি। টানা ১৪ দিন লড়াইয়ের পর হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আঁখির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেবীদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল হোসেন ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ভূঁইয়াসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।