উপসর্গে মায়ের মৃত্যুর পর ছেলেও না ফেরার দেশে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৫৭ এএম, ০৪ আগস্ট ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টা পর দাফন শেষে ছেলেরও মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার ৮ নম্বর হাটিলা (পূর্ব) ইউনিয়নের লাওকোরা গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি স্থানীয় চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা নিশ্চিত করেন।

জানা যায়, উপজেলার লাওকোরা গ্রামের কাজী বাড়ির মৃত আমির হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৬০) কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও গলাব্যথায় ভুগছিলেন। সোমবার দুপুরে নিজ বাড়িতে তিনি মারা যান। পরে সন্ধ্যায় তার দাফন কাজ সম্পন্ন হয়। মায়ের দাফন হওয়ার কিছুক্ষণ পর তার বড় ছেলে সোহাগের (৪২) শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে তাকে উপজেলা হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

মায়ের পর ছেলে সোহাগের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত সোহাগ পেশায় একজন ঠিকাদার ছিলেন। তিনি এক ছেলে ও তিন কন্যার জনক। উপজেলার আলীগঞ্জে তার পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

নজরুল ইসলাম আতিক/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।