করোনা : কি‌শোরগ‌ঞ্জে একদিনে ২ জ‌নের মৃত্যু, শনাক্ত ১৫৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৩৪ এএম, ০৪ আগস্ট ২০২১
ফাইল ছবি

অডিও শুনুন

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ক‌রোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হ‌য়ে‌ছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ক‌রোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তা‌দের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ক‌রোনায় মৃত্যু হ‌য়েছে ১৫৯ জ‌নের।

একই সময়ে নতুন ক‌রে শনাক্ত হ‌য়ে‌ছেন আরও ১৫৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল নয় হাজার ৭৬৮ জনে। মঙ্গলবার রা‌তে ‌কি‌শোরগ‌ঞ্জ সি‌ভিল সার্জন ডা. মু‌জিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৯ জন নতুন রোগী ভর্তি হন। এই সম‌য়ে সুস্থ হয়ে‌ছেন ২৬ জন। বর্তমানে এ হাসপাতালে ১৯৫ জন রোগী ভর্তি আছেন। তা‌দের মধ্যে ১০ জন আইসিইউতে এবং ১৫ জন এইচ‌ডিইউতে চিকিৎসা নিচ্ছেন।

‌সি‌ভিল সার্জনের রি‌পোর্ট অনুযায়ী, ভৈরব উপজেলার একজন ও কটিয়াদি উপজেলায় একজন কো‌ভি‌ডে মারা গেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৮ জন, হোসেনপুরে পাঁচজন, তাড়াইলে একজন, পাকুন্দিয়ায় ২০ জন, কটিয়াদিতে ১১ জন, কুলিয়ারচরে চারজন, ভৈরবে ৩৩ জন, নিকলীতে দুইজন, বাজিতপুরে ২৫ জন, ইটনায় দুইজন ও অষ্টগ্রাম উপজেলার একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৬ জন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৮২২ জন। বর্তমানে জেলায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা দুই হাজার ৮৯৪ জন।

এ পর্যন্ত কি‌শোরগঞ্জ সদর উপজেলায় স‌র্বোচ্চ ৫৯ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এরপরই ভৈরবে মারা গেছেন ৩০ জন। এছাড়া হো‌সেনপু‌রে আটজন, করিমগঞ্জে নয়জন, তাড়াইলে পাঁচজন, পাকু‌ন্দিয়ায় ১০ জন, কটিয়াদিতে ১৩ জন, কুলিয়ারচরে সাতজন, নিকলী‌তে সাতজন, বাজিতপুরে ১৩ জন, ইটনায় একজন ও মিঠামইনে একজন মারা গেছেন। জেলার ১৩টি উপজেলার মধ্যে একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় কারও মৃত্যু হয়নি।

নূর মোহাম্মদ/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।