পিকআপে মিললো প্রায় তিন কোটি টাকার গাঁজা
কিশোরগঞ্জের ভৈরবে প্রায় তিন কোটি টাকা মূল্যের গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন হবিগঞ্জের লাখাই উপজেলার আফতাব সিয়ার ছেলে সোহান (২২), একই উপজেলার ইউনুছ মিয়ার ছেলে নজরুল (২৬)।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে পিকআপটি জব্দ করা হয়। পিকআপের ভেতরে ১২টি দরজা পাওয়া যায়। দরজা ভেঙে প্রতিটি দরজার ভিতরে তিনটি বক্স তৈরি করে প্রতি বক্সে এক কেজি ও আধা কেজি পরিমাপের ছয়টি পলিব্যাগ রয়েছে। পলিব্যাগগুলোর ভেতর থেকে প্রায় ১৮০ কেজি গাঁজা জব্দ করা হয়।

ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, হবিগঞ্জের লাখাই উপজেলা থেকে মাদকের চালানটি রাজধানীতে যাওয়ার সময় আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেয়া হবে।
এএইচ/জেআইএম