ফেনীতে অর্ধশতাধিক সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৫ আগস্ট ২০২১

সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফেনীর সোনাগাজী উপজেলার অর্ধশতাধিক গ্রামীণ সড়ক। এতে ভোগান্তির পাশাপাশি উৎপাদিত ফসল বাজারজাত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের।

উপজেলার বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায়, সদর ইউনিয়নের তেলিয়াছড়া, আকবর চারাশি, শাহাপুর বাদামতলী, সোনাপুর লেমুয়া, ছাড়াইতকান্দি সিএস করিম, ছাড়াইতকান্দি অধ্যক্ষ নিতাই বাবুর বাড়ি, মনগাজী-তেমুহনী, চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার-জমাদার বাজারসহ অর্ধশতাধিক সড়কের বেহাল দশা। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এসব সড়ক। অন্তত ১৫টি কালভার্ট ভেঙে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কাদা-পানি জমে একাকার এসব সড়ক। কোনো কোনো সড়ক ভেঙে পড়েছে আশপাশের পুকুর ও ফসলি জমিতে। এতে জনসাধারণের দুর্ভোগ তো বাড়ছেই সেই সঙ্গে ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।

jagonews24

আবদুল আলিম নামে এক সবজি বিক্রেতা জানান, সপ্তাহের চারদিন সবজি তুলে রিকশা-ভ্যান করে সোনাগাজী ও কাজিরহাটে বাজারে নিয়ে বিক্রি করতাম। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে রিকশা ও ভ্যান চালকরা সবজি বহন করতে চায় না। এমনকি অতিরিক্ত ভাড়া দিলেও পরিবহন পাওয়া যায় না। সড়ক সংস্কারের অভাবে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বগাদানা ইউপি চেয়ারম্যান আ.খ. ম ইছহাক খোকন বলেন, করোনার কারণে নিয়মিত উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা ধীর গতিতে চলছে। সড়ক সংস্কারের বিষয়টি এরই মধ্যে বিভিন্ন সভায় আলোচনা করা হয়েছে। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

jagonews24

সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন জানান, জনগুরুত্ব এ সমস্যা বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে সড়ক সংস্কারের পদক্ষেপ নেয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, সম্প্রতি ৩১ সড়ক ও আট কালভার্ট সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে। নির্দেশনা পেলেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে।

নুর উল্লাহ কায়সার/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।