সাতক্ষীরা মেডিকেলে উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৭ জন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৭৭ জন। তাদের মধ্যে ১৯ জন পজিটিভ। বাকি ১৫৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ এবং নতুন ভর্তি হয়েছেন ২৪ জন।
এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৮৫ জন এবং উপসর্গে মারা গেছেন মোট ৫৬৫ জন।
আহসানুর রহমান রাজীব/এএইচ/এমকেএইচ