নেত্রকোনায় আক্রান্ত-উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১১:৩১ এএম, ০৬ আগস্ট ২০২১
ফাইল ছবি

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯জন ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় এবং অপর দুজন নেত্রকোনায় মারা যান।

শুক্রবার (৬ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

নেত্রকোনা জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত চব্বিশ ঘণ্টায় জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮০ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৯৩০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৯৬০ জন। মোট মারা গেছেন ৯৩ জন।

এইচ এম কামাল/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।