‘জিয়া-এরশাদ বাংলাদেশকে ভিখেরির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন’
সব দেশের কাছে হাত পেতে জিয়াউর রহমান এবং এরশাদ বাংলাদেশকে ভিখেরির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ।
শুক্রবার (৬ আগস্ট) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শানাকৈর বাজারে শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, যে জাতি রক্ত দিয়ে সশস্ত্র গেরিলা যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করার সক্ষমতা রাখে, সে জাতি কোনোদিন মাথা নিচু করে বাঁচতে পারে না তা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাস্টার, সাধারণ সম্পাদক ও মহাদান ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ প্রমুখ।
এসআর/জেআইএম