ভোলায় টিকাদান শুরু, প্রথমদিনে পাবে ৪৬ হাজার মানুষ
সারাদেশের মত ভোলার সাত উপজেলার ৬৮টি ইউনিয়ন ও তিন পৌরসভায় করোনাভাইরাস প্রতিষেধক গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে জেলায় টিকাদান শুরু হয়। গণটিকা কার্যক্রমের প্রথমদিনে জেলার ৬৮ ইউনিয়ন ও তিন পৌরসভায় ৪৬ হাজার ২০০ জনকে টিকা দেয়া হবে।
এদিকে, সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষ টিকা নিতে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। তারা টিকাদান বুথে গিয়ে টিকাগ্রহণ করছেন।
ভোলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জাগো নিউজকে জানান, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টিকা দেয়া হবে। এসময় ভোলার ৬৮টি ইউনিয়নে ৪০ হাজার ৮০০ ও তিনটি পৌরসভায় পাঁচ হাজার ৪০০ জনকে টিকা দেয়া হবে।
তিনি বলেন, ‘প্রতিটি ইউনিয়নে ৬০০ জন এবং পৌরসভায় সভায় এক হাজার ৮০০ জনকে টিকা দেয়া হবে। টিকা কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে দক্ষ জনবল নিয়োজিত করা হয়েছে।’
জুয়েল সাহা বিকাশ/এএএইচ/এমকেএইচ