ফেনীতে আক্রান্ত-উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ফেনী জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে দুইজন পজিটিভ ও চারজন উপসর্গে ভুগছিলেন।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে আরও ছয়জন মারা গেছেন।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১২৯ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ২৬ জন পজিটিভ। অন্য ১২৩ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে, জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ৬৮ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত সর্বমোট আট হাজার ৩৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৩৬ জন।
নুর উল্লাহ কায়সার/এএইচ/জিকেএস