ভৈরবে ৫৭ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০৭ আগস্ট ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক দুই অভিযানে ৫৭ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এ সময় একটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান ও মাদক বিক্রির নগদ চার হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (৬ আগস্ট) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

BHAIROB-(3).jpg

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি ট্রাকে অভিযান চালায় র‌্যাব ভৈরব ক্যাম্পের একটি দল। এ সময় একটি ট্রাকে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে একই স্থানে অভিযান চালিয়ে অপর একটি কাভার্ড ভ্যান থেকে ৩৭ কেজি গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রির চার হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মাসাউড়া গ্রামের মৃত মন মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৪), সরাইল উপজেলার রাজামারিয়া কান্দি গ্রামের হোসেন মিয়ার ছেলে কাউসার মিয়া (৪৫) ও একই গ্রামের আনু মিয়ার ছেলে জয় মিয়া (১৯) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার সাবের বাজার গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে নেকবর হোসেন (২৯)।

BHAIROB-(3).jpg

র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরেই ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে দেশে বিক্রির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলার পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।