নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, র‌্যাবের ৮ সদস্য আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৭ আগস্ট ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস সড়কের পাশের খাদে পড়ে র‌্যাবের আট সদস্য আহত হয়েছেন। শনিবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ক্যাপ্টেন তৌফিক আহমেদ, কর্পোরাল জাহিদুল ইসলাম, নায়েক বেলাল হোসেন ও কনস্টেবল আক্কাস আলী। বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি।

jagonews24

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বলেন, নরসিংদী থেকে র‍্যাব-১১ এর কয়েকজন সদস্য অভিযানে হবিগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে শাহবাজপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত আটজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।