ছেলের সঙ্গে অভিমান করে বাবার আত্মহত্যা
ফাইল ছবি
মানিকগঞ্জের শিবালয়ে ছেলের সঙ্গে অভিমান করে নিলুমুদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
শনিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার সাকরাইল গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিলুমুদ্দিন ওই গ্রামের মৃত ছামাদ আলীর ছেলে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ঝুলন্ত নিলুমুদ্দিনের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার (৫ আগস্ট) নিলুমুদ্দিনের ছোট ছেলে নাঈম হোসেনের (৩০) সঙ্গে তার ঝগড়া ও মারামারি হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বি.এম খোরশেদ/আরএইচ/এমএস