না বলে বেড়াতে যাওয়ায় মেয়েকে মেরে ঝুলিয়ে রাখলেন মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৭ আগস্ট ২০২১

দিনাজপুরের হিলিতে মনিষা খাতুন (৯) নামে এক শিশুকে হত্যার অভিযোগে মা রোজিনা খাতুনকে (২৭) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ আগস্ট) সকালে শিশুটিকে তার মা মারধর করেন। সন্ধ্যায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শিশু মনিষা খাতুন তার মাকে না বলে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। এদিকে তার মা তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে সে ফিরে আসলে মা রোজিনা খাতুন তাকে মারধর করেন। একপর্যায়ে মনিষা গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে নিজেকে বাঁচাতে মেয়ের মরদেহ ঝুলিয়ে ঘরে ঝুলিয়ে রাখেন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মনিষাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়।

নিহত মনিষার বাবা মহসীন আলী বলেন, আমার স্ত্রী মেয়ে মনিষাকে মারধর করে মৃত ভেবে রশিতে ঝুলিয়ে রেখেছিলেন। আমি মেয়ে হত্যার বিচার চাই।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত রোজিনাকে গ্রেফতার করে শনিবার (৭ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।