বিধিনিষেধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলা ৩৭ বাস জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:০৭ পিএম, ০৭ আগস্ট ২০২১

সরকারি বিধিনিষেধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচল করায় ৩৭ যাত্রীবাহী বাস জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (৭ আগস্ট) কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বাসগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসগুলো তিন থেকে চারগুণ বেশি ভাড়া নিয়ে রাতের বেলায় চলাচল করে। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময় বাসগুলো জব্দ করা হয়। পরে প্রত্যেক বাসের বিরুদ্ধে মামলা দেয়া হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে হাইওয়ে পুলিশ মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে। যাত্রীবাহী বাসের কিছু অসাধু চালক মাত্রাতিরিক্ত ভাড়ার লোভে রাতের আঁধারে যাত্রী বহন করছে। বিধিনিষেধ অমান্য করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।