এবার স্বাস্থ্য সহকারীকে পেটালেন চেয়ারম্যান শাহীন হাওলাদার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৮ আগস্ট ২০২১

সালিশ বৈঠকে কিশোরীকে বিয়ে করা বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের আলোচিত-সমালোচিত চেয়ারম্যান শাহীন হাওলাদার এবার পেটালেন ইউনিয়ন স্বাস্থ্যকর্মীকে।

শনিবার (৭ আগস্ট) বেলা ১১টায় পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউপি কার্যালয়ে আল আমিন সিকদার নামে স্বাস্থ্য সহকারী কর্মকর্তাকে কিল ঘুষি আর লাথি মারেন। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। এ সময় তিনি অশ্লীল গালিগালাজ করেন ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরির্দশক তাসলিমা নাজনিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচও) প্রশান্ত কুমার সাহাকে।

ভুক্তভোগী আল আমিন সিকদার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে কনকদিয়া ইউনিয়নে ৬০০ জনকে করোনা টিকা দিতে কার্যক্রম শুরু করি। কিন্তু তিনি (চেয়ারম্যান) বেলা ১১টায় উপস্থিত হয়ে আমাদের বলেন-যারা ভ্যাকসিন নিতে আসছে তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি রেখে দিতে। সরকারি নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশনের কথা বললে তিনি (চেয়ারম্যান) ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি এবং লাথি মারেন। এতে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যাই। একপর্যায়ে সহকর্মীদের সেবায় সুস্থ হয়ে উঠি। এরপর শুনি তাসলিমা আপা (ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরির্দশক) ও ইউএইচও স্যারকে গালাগালি করেছেন তিনি।

তাসলিমা নাজনিন বলেন, যে ভাষায় গালাগালি করেছে তা মুখে শোভা পায় না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, স্বাস্থ্যকর্মী আল আমিন সিকদার ভ্যাকসিন কার্যক্রম শেষ করে আমাকে রাতে ফোনে জানিয়েছে। আমরা এ ব্যাপারে সরকারি বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেব।

অভিযুক্ত চেয়ারম্যান শাহীন হাওলাদার বলেন, নিজেদের দোষ ঢাকতে তারা মিথ্যা অভিযোগ করেছে। টিকা দিতে এসে স্বাস্থ্যকর্মীরা স্বজনপ্রীতি করছেন। ফলে বিশৃঙ্খলা দেখা দিলে প্রতিবাদ করেছি। কাউকে মারধর কিংবা গালাগালির অভিযোগ সত্য না।

উল্লেখ যে, ২৫ জুন সালিস বৈঠকে এক কিশোরীকে জোরপূর্বক বিয়ে করে ব্যাপক সমালোচিত হন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।