ভোলায় করোনা রোগীদের ফল উপহার ছাত্রলীগের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৮ আগস্ট ২০২১

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ৭০ জন রোগীকে ফল উপহার দিয়েছে জেলা ছাত্রলীগ।

রোববার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ভোলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামানের কাছে এ উপহার তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে হাসপাতালের চিকিৎসকের মাধ্যমে করোনা রোগীদের মাঝে এ ফল বিতরণ করা হয়।

ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাইহান আহমেদ বলেন, বর্তমানে ভোলা জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে গেছে। হাসপাতালের ভর্তি করোনা রোগীদের শরীর ও মনকে সতেজ রাখতে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন জাতের মৌসুমি ফল উপহার দিয়েছি।

jagonews24

জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান বলেন, করোনা রোগীদের যে জিনিসটি প্রয়োজন তা হলো মানসিক শক্তি। রোগীদের জন্য এ উপহার তাদের মনকে উজ্জীবিত করবে।

এসময় জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. জাকারিয়া হোসেন অমি, ইব্রাহীম উজ্জ্বল, আহমেদ ফাহিম, সাংগঠনিক সম্পাদক জয়দেব চন্দ্র, আনোয়ার হোসেন সুমন, ভোলা সদর উপজেলা সভাপতি নেওয়াজ শরীফ কুতুব, সাধারণ সম্পাদক সালমান গোলদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।